ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

টাঙ্গাইলে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, মে ২৪, ২০১৭
টাঙ্গাইলে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

টাঙ্গাইল: ডোবার পানিতে ডুবে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায়  দু’টি এবং বাসাইল উপজেলায় একটি শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৪ মে) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।  

মৃতরা হলো- এলেঙ্গার রুমানা (১২) ও তার খালাতো বোন প্রেরণা (৬) এবং বাসাইল শহরের শাহ আলমের মেয়ে সানজিদা (২)।

পুলিশ জানায়, বিকেলে এলেঙ্গা কলেজের পাশের একটি পুকুরে গোসল করতে যায় রুমানা ও প্রেরণা।

প্রায় এক ঘণ্টা পর পুকুরে অচেতন অবস্থায় ভাসতে দেখে স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসকরা শিশু দু’টিকে মৃত ঘোষণা করেন।  

এদিকে, সানজিদার বাবা শাহ আলম বাংলানিউজকে জানান, তার স্ত্রী সানজিদাকে পাশে বসিয়ে বাসাইল থানা পুলিশের ম্যাচে রান্না করছিলেন। হঠাৎ শিশুটিকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন তিনি। অনেক খোঁজাখুঁজির পর থানার পুকুরে তাকে ভাসতে দেখা যায়। এ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, মে ২৪, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।