ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমামের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৮ ঘণ্টা, মে ২৪, ২০১৭
কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমামের মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ পৌর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামিল মিয়া (২৫) নামে মসজিদের এক ইমামের মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ মে) দুপুর ১২টার দিকে পৌর শহরের আলোর মেলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জামিল মিয়া জেলার পাকুন্দিয়া উপজেলার চরকাওনা গ্রামের আব্দুস সালামের ছেলে।

তিনি নতুন স্টেডিয়ামের প্রবেশপথের পাশে নির্মাণাধীন মসজিদে উসমানে ইমামতি করতেন।

স্থানীয়রা জানান, দুপুরে সেচ পাম্প দিয়ে মসজিদের কাছে জমে থাকা পানি অপসারণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন জামিল মিয়া। এ অবস্থায় স্থানীয়রা জামিলকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার শওকত জাহান বাংলানিউজকে জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, মে ২৪, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।