ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চেনা মুশকিল সাভারের লাইব্রেরি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
চেনা মুশকিল সাভারের লাইব্রেরি সাভার পাবলিক লাইব্রেরি

সাভার (ঢাকা): ফ্ল্যাগ স্ট্যান্ড খাঁ খাঁ। জাতীয় পতাকা তোলা হয় না এখানে। বৃহস্পতিবারও (২৭ এপ্রিল) সকাল থেকে দুপুর আড়াইটা অবধি জাতীয় পতাকা তুলতে দেখা গেলো না সাভার পাবলিক লাইব্রেরিতে।

 

বাইরে থেকে দেখে এটাকে লাইব্রেরি বলে ভাবারও সুযোগ নেই। দেওয়াল জুড়ে পোস্টার আর পোস্টার।


সাভার পাবলিক লাইব্রেরির দেওয়াল জুড়ে পোস্টার
লাইব্রেরির ভেতরের অবস্থাও খুবই নাজুক। খাবার পানি রাখার জায়গাটাতে ধুলা-বালি আর ময়লার বেজায় দাপট। সৌচাগারের অবস্থাও উল্লেখ করার মতো না।

পরিচ্ছন্নতা প্রসঙ্গে কেয়ারটেকার আব্দুর রাজ্জাক বলেন, আমরা যতটা সম্ভব পরিষ্কার রাখার চেষ্টা করি। কিন্তু রাস্তার পাশে হওয়ায় সব সময় ধুলাবালি থাকে। আর পোস্টার রাতে লাগিয়ে যায়, তাই দেখতে পারি না।  
ধুলা-বালি আর ময়লার দাপট
প্রতিদিন সকাল ৯টা হতে দুপুর ১টা পর্যন্ত, ২ ঘণ্টা মধ্যাহ্নভোজের বিরতি দিয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ লাইব্রেরি খোলা থাকে।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।