ঢাকা, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জঙ্গিবাদ রুখতে প্রয়োজন আদর্শিক লড়াই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
জঙ্গিবাদ রুখতে প্রয়োজন আদর্শিক লড়াই যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন-ছবি-ডি এইচ বাদল

ঢাকা: জঙ্গি তৎপরতা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। এর বিরুদ্ধে আমাদের সবাইকে একত্রিত হয়ে লড়াই চালিয়ে যেতে হবে। তবে সামরিক মোকাবিলার চেয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে আদর্শিক লড়াই করলে ভালো ফলাফল পাওয়া যাবে। 

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে রাজধানীর গুলশানে ফোর পয়েন্টস হোটেলে আয়োজিত ‘গ্লোবাল চ্যালেঞ্জস ইন ২০১৭’ শীর্ষক সেমিনারে মূল বক্তা হিসেবে এসব কথা বলেন সফররত যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।  

বাংলাদেশের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ উল্লেখ করে ক্যামেরন বলেন, বাংলাদেশ সফলতায় রেকর্ড করেছে।

গত পাঁচ বছরে অর্থনীতিতে ব্যাপক উন্নতি করেছে। ইতোমধ্যে নিম্নমধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।

বাংলাদেশের সামনে অপার সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, এখানে দিন দিন বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে, ব্যবসার পরিধি বড় হচ্ছে, শিক্ষাক্ষেত্রেও ব্যাপক অগ্রগতি হয়েছে।

অর্থনৈতিক ব্যাপক সফলতার জন্য দেশে উচ্চমানের গণতন্ত্রের পাশাপাশি আইনের শাসন নিশ্চিতের পক্ষে মত দেন সাবেক এই ব্রিটিশ রাষ্ট্রপ্রধান।

এমডিজি অর্জনে সার্বিকভাবে বাংলাদেশ ব্যাপক সফলতা দেখিয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, এখন পরবর্তী ধাপের দিকে নজর দিতে হবে।

বাংলাদেশ-ইংল্যান্ডের মধ্যে ব্যবসা, শিক্ষাসহ বিভিন্ন যৌথ প্রকল্প চলমান।  

অনুষ্ঠানে বন্ধুত্ব বজায় রেখে একসঙ্গে চলা এবং একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে দেশের সংসদ সদস্য, ব্যবসায়ী নেতারা, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন দেশের অতিথিরা উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার (২৬ এপ্রিল) রাতে বেসরকারি সফরে ঢাকায় এসে পৌঁছান ক্যামেরন।

গত বছরের ২৩ জুন যুক্তরাজ্যে অনুষ্ঠিত গণভোটে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে দেশটির বেরিয়ে যাওয়ার (ব্রেক্সিট) সিদ্ধান্ত আসার পর প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান ডেভিড ক্যামেরন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থাকাকালে বাংলাদেশ সফর করেননি ক্যামেরন। এটা তার প্রথম বাংলাদেশ সফর।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
পিএম/আরআর/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।