ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চাঁপাইয়ে জঙ্গি আস্তানায় অপারেশন ‘ঈগল হান্ট’

শরীফ সুমন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
চাঁপাইয়ে জঙ্গি আস্তানায় অপারেশন ‘ঈগল হান্ট’ চাঁপাইয়ে জঙ্গি আস্তানায় অপারেশন ‘ঈগল হান্ট’

শিবগঞ্জের শিবপুর (চাঁপাইনবাবগঞ্জ) থেকে: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটের ত্রিমোহনীতে জঙ্গি আস্তানায় চালানো অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন ‘ঈগল হান্ট’। 

চাঁপাইনবাবগঞ্জের এসপি টি এম মুজাহিদুল ইসলাম বলেন, অপারেশনের নাম দেওয়া হয়েছে ‘ঈগল হান্ট’।  

তিনি বলেন, বিকেল ৬টা ৪০ মিনিটের পর অপারেশন শুরু করেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এক পর্যায়ে ঘিরে রাখা জঙ্গি আস্তানার ভেতর থেকেও গুলি শুরু হয়। তবে সন্ধ্যা ৭টা ১৯ মিনিটের পর কিছু সময়ের জন্য গুলির আওয়াজ শোনা যায়নি। এরপর ভবনের ভেতরে সোয়াট টিমের সদস্যরা প্রবেশ করেন।

এর ১০ মিনিট আগে ভেতর থেকে বিকট শব্দে দু’টি বিস্ফোরণের আওয়াজ পাওয়ার কথাও জানান এসপি টি এম মুজাহিদুল।

এদিকে কিছু সময় গুলির আওয়াজ শোনা না গেলেও ৭টা ৪০ মিনিট থেকে ফের গুলির আওয়াজ শোনার কথা জানিয়েছে সূত্র। পুরো এলাকা অন্ধাকারচ্ছন্ন হয়ে পড়েছে। এছাড়া সন্ধ্যা ৭টা ৩৯, ৭টা ৪০ ও ৭টা ৫২ মিনিটে ভেতর থেকে তিনটি বিকট শব্দ শোনা যাওয়ার কথাও বলেছে সূত্র।

আস্তানায় অবস্থান করা জঙ্গি রফিকুল ইসলাম ওরফে আবুকে আত্মসমর্পণের জন্য তার মা ফুলসানা বেগমকে নিয়ে আসা হয়। প্রায় ১০ মিনিট সেখানে অবস্থান করার পর সাড়া না পেয়ে তার মাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।

চাঁপাইয়ে জঙ্গি আস্তানায় গুলির আওয়াজ
মায়ের আত্মসমর্পণের আহ্বানে সাড়া দেয়নি জঙ্গি আবু
চাঁপাইয়ে জঙ্গি আস্তানার দায়িত্ব সোয়াটের হাতে
হেলিকপ্টারে এলো সোয়াট, রাতে অভিযান​

হেলিকপ্টারে যাচ্ছে সোয়াট
ব্যবসায়ী পরিচয়ে বাড়ি ভাড়া নেয় জঙ্গি রফিকুল
চাঁপাইয়ের জঙ্গি আস্তানায় যাচ্ছে সোয়াট
চাঁপাইনবাবগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও


বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।