ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাগুরা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা বন্ধ ঘোষণা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
মাগুরা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা বন্ধ ঘোষণা মাগুরা সিদ্দিকিয়া কামিল (এমএ) মাদ্রাসা-ছবি: বাংলানিউজ

মাগুরা: মাগুরায় শিক্ষককে মারধরের জের ধরে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হওয়ায় মাগুরা সিদ্দিকিয়া কামিল (এমএ) মাদ্রাসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেলে এ ঘোষণা দেয় কর্তৃপক্ষ।

মওলানা মাহফুজুর রহমান দুপুর আড়াইটার দিকে সপ্তম শ্রেণির ক্লাস নিচ্ছিলেন, এসময় পূর্ব বিরোধের জের ধরে অপর শিক্ষক আতাউর রহমান ক্লাসে ঢুকে তাকে লাঠি দিয়ে মারতে থাকেন।

ছাত্ররা এগিয়ে এলে আতাউর রহমান পালিয়ে যান। আহত অবস্থায় মাহফুজুর রহমানকে মাগুরা ২৫০ শষ্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাদ্রাসার অধ্যক্ষ এবিএম মাহফুজুর রহমান বলেন, আতাউর রহমান মাদ্রাসায় এসে মওলানা মাহফুজুর রহমানের ওপর হামলা চালিয়েছে।   এ ঘটনায় উত্তেজনাকর পরিস্থিতি ও বহিরাগতদের আগমন ঘটতে পারে এ আশঙ্কায় তাৎক্ষণিক মাদ্রাসা ছুটি ঘোষণা করেছি।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বাংলানিউজকে জানান, বিয়ষটি তারা জানেন না। কেউ অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, ১৮ এপ্রিল, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।