ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অভিযানস্থলে ক্রেন-জেনারেটর, এসেছে ফায়ার সার্ভিস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
অভিযানস্থলে ক্রেন-জেনারেটর, এসেছে ফায়ার সার্ভিস দক্ষিণ সুরমার জঙ্গি আস্তানা ‘আতিয়া মহল’;ছবি- বাংলানিউজ

দক্ষিণ সুরমা (সিলেট): দক্ষিণ সুরমার জঙ্গি আস্তানা ‘আতিয়া মহল’এ আইনশৃঙ্খলা বাহিনীর চলমান জঙ্গি বিরোধী অভিযানে মোতায়েন করা হয়েছে সিটি কর্পোরেশনের ক্রেন। পাশাপাশি স্পটটি আলোকিত করার জন্য স্থাপন করা হয়েছে জেনারেটর। এছাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিটকেও সংযুক্ত করা হয়েছে অভিযানে।

এর আগে জঙ্গি আস্তানা সন্দেহে শুক্রবার (মার্চ ২৪) ভোর থেকেই সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি ‌এলাকার উস্তার মিয়ার বাড়ি ‘আতিয়া মহল’ ঘেরাও করে রাখে পুলিশ।

বিকেলে ওই বাড়িতে অভিযান শুরু করে ঢাকা থেকে যাওয়া সোয়াট টিম এর সদস্যরা।

তাদের সঙ্গে যোগ দেন ৪ সদস্যের বোম্ব ডিসপোজাল ইউনিট।

রাতে শিববাড়ি এলাকার ঘটনাস্থলে উপস্থিত হয় সেনাবাহিনীর প্যারা-কমান্ডো ব্যাটালিয়ানের সদস্যরা।  শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে ‘জঙ্গি আস্তানা’টিতে অভিযান চালাচ্ছিলো আইনশৃঙ্খলা বাহিনী।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
এনইউ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।