ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মেঘ-সূর্যের লুকোচুরিতে রোব-সোমবার হালকা বৃষ্টি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৬ ঘণ্টা, মার্চ ৫, ২০১৭
মেঘ-সূর্যের লুকোচুরিতে রোব-সোমবার হালকা বৃষ্টি হালকা বৃষ্টিতে ঢাকার জনজীবন (ফাইল ফটো)

ঢাকা: বেশ কিছুদিন আগুন ঝরা ফাগুনের পর ঢাকার আকাশে মেঘ গুড়-গুড় করছে। মাঝে-মাঝে ঘোলাটে মেঘের আড়ালে ঢাকা পড়েছে সূর্য। আছে বিজলিরও চোখ রাঙানি।

রোববার (৫ মার্চ) সকাল থেকে ঢাকার আকাশে সূর্য আর মেঘের লুকোচুরি দেখা যাচ্ছে। ঘোলাটে মেঘের আড়ালে কখনও সূর্য ঢাকা পড়ছে।

আবার কখনও ঝিলিক দিয়ে উঠছে রোদ। মেঘের গর্জনে মনে হচ্ছে এই বুঝি নামে ঝুম বৃষ্টি।

অবশ্য মেঘ-সূর্যের লুকোচুরিতে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে হালকা বৃষ্টিরও খবর পাওয়া গেছে।

আবহাওয়া অধিদফতর বাংলানিউজকে জানিয়েছে, বসন্তে মৌসুমী বায়ুর প্রভাবে রোববার ঢাকা, রাজশাহী ও রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হয়েছে। রোববার ও সোমবার এ রকম হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এতে আশঙ্কার কিছু নেই।

আবহাওয়াবিদ বজলুর রশীদ বাংলানিউজকে বলেন, রোববার ঢাকার বিভিন্ন এলাকায় এক মিলিমিটির বৃষ্টি হয়েছে। আজ এবং কাল একই পরিস্থিতি থাকার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১০১৩ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।