ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে দোকানে হামলা করে ৭০ হাজার টাকা লুট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
সিলেটে দোকানে হামলা করে ৭০ হাজার টাকা লুট

সিলেট: সিলেটে একটি দোকানে হামলা চালিয়ে ক্যাশবাক্স থেকে নগদ ৭০ হাজার টাকা লুট করে পালিয়েছে দুর্বৃত্তরা। অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির সত্বাধিকারী মতছির আলী।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে তানজিন স্টোর নামে ওই দোকানে হামলা চালায় দুর্বৃত্তরা।

তানজিন স্টোরের সত্বাধিকারী মতছির আলী বাংলানিউজকে বলেন, রোববার (২৬ ফেব্রুয়ারি) কতিপয় যুবক খেলার নামে মোটা অংকের চাঁদা দাবি করে।

সোমবার দুপুরে দোকান ম্যানেজার সাদ্দাম হোসেন চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে দুর্বৃত্তরা তার ওপর হামলা চাল‍ায় এবং দোকান ভাঙচুর করে।

এ সময় তারা ৭০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় বলেও জানান মতছির আলী।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বাংলানিউজকে এ খবর নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আসামিদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
এনইউ/এএটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।