ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নীলফামারীতে জামায়াত নেতাসহ গ্রেফতার ১৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩৪, জানুয়ারি ১৪, ২০১৭
নীলফামারীতে জামায়াত নেতাসহ গ্রেফতার ১৭

নীলফামারী: নীলফামারী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াতের এক নেতাসহ বিভিন্ন মামলার চার্জশিটভুক্ত ১৭ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৩ জানুয়ারি) দিনগত রাত থেকে শনিবার (১৪ জানুয়ারি) সকাল পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন বাংলানিউজকে জানান, গ্রেফতারকৃতদের মধ্যে জেলার ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলামকে (৪৪) শুক্রবার রাতে ঝুনাগাছ গ্রাম থেকে গ্রেফতার করা হয়। তিনি চাপানি ইউনিয়নের মৃত আছির উদ্দিনের ছেলে।

এছাড়া জেলার জলঢাকায় সাতজন, ডোমারে তিনজন, সদরে তিনজন, সৈয়দপুরে দু’জন ও কিশোরগঞ্জ থেকে একজনকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ