ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

জীবননগরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৩, ডিসেম্বর ৪, ২০১৬
জীবননগরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় দুই আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে ভাদি বিবি (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো চারজন।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় দুই আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে ভাদি বিবি (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো চারজন।

 

রোববার (০৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ভাদি উপজেলার হরিহর নগর গ্রামের আবুল কাশেমের স্ত্রী।

আহতরা হলেন- শামসুন নাহার, সাইফুল ইসলাম, তেনা বিবি ও মরিয়ম নেছা।

স্থানীয়রা জানায়, দুপুরে উপজেলার চ্যাংখালী সীমান্তগামী একটি আলমসাধু মোল্লা ব্রিকসের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি আলমসাধুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আলমসাধুর পাঁচ যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে ভাদী বিবি মারা যান।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৬
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।