ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সড়ক দুর্ঘটনা রোধে জোরদার কার্যক্রম নেওয়ার নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১১

ঢাকা:সড়ক দুর্ঘটনা রোধে জোরদার কার্যক্রম গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার  বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়।



প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ঢাকা-আরিচা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনায় চলচিত্র নির্মাতা তারেক মাসুদ এবং এনটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীরসহ ৫ জন নিহত হওয়ার ঘটনায় শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে।

একই দিনে পাবনা-নগরবাড়ী সড়কে সংঘটিত অপর এক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের বিষয়েও শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

শোক প্রস্তাবে বলা হয়েছে, খ্যাতিমান সাংস্কৃতিক ও মিডিয়াকর্মী তারেক মাসুদ এবং মিশুক মুনীর আন্তর্জাতিক চলচিত্রাঙ্গনে বাংলাদেশকে বিশেষ মর্যাদায় আসীন করেছেন। তাদের অকাল মৃত্যুতে দেশের সংস্কৃতিক ও গণমাধ্যম জগতে অপুরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় মন্ত্রিসভা সমগ্র দেশবাসীর সঙ্গে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।

সড়ক দুর্ঘটনায় নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে মন্ত্রিসভা।

একই সঙ্গে সড়ক দুর্ঘটনা রোধে জোরদার কার্যক্রম গ্রহণ করতেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুশাসন দিচ্ছে।

এছাড়া মন্ত্রী পরিষদ বৈঠকে বাংলাদেশের পানি আইন-২০১১ এর খসড়া নীতিগতভাবে অনুমোদনের জন্য উপস্থাপন করা হলে খসড়াটি আরও সংশোধনের জন্য ফেরত পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ