ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন ইকবাল খান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন ইকবাল খান

ঢাকা: বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন হিসেবে নিয়োগ পেয়েছেন ইকবাল খান চৌধুরী।

 

মঙ্গলবার (১৯ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয় নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে।

আদেশে বলা হয়, প্রতিযোগিতা আইনের ক্ষমতা বলে সরকার বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন পদে ইকবাল খান চৌধুরীকে নিয়োগ দেওয়া হলো।

এর আগে বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন ইকবাল খান চৌধুরী।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, চেয়ারম্যান নিয়োগের মধ্য দিয়ে দেশে প্রতিযোগিতা আইন কার্যকর হবে। আসছে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে আগাম প্রস্তুতি নিতে যাচ্ছে সরকার।

প্রতিযোগিতা আইন কার্যকরের মধ্য দিয়ে বাজার সিন্ডিকেট ভেঙে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক উন্নয়নের প্রেক্ষাপটে ব্যবসা-বাণিজ্যে সুস্থ প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত ও বজায় রাখতে, ষড়যন্ত্রমূলক যোগসাজশ, মনোপলি ও ওলিগপলি অবস্থা, জোটবদ্ধতা অথবা কর্তৃত্বময় অবস্থানের অপব্যবহার সংক্রান্ত প্রতিযোগিতা বিরোধী কর্মকাণ্ড প্রতিরোধ, নিয়ন্ত্রণ বা নির্মূলের লক্ষ্যে এ কমিশন গঠন করে সরকার।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
এসই/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।