ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

সিলেটের জৈন্তিয়া কলেজে আবারও সংঘর্ষ, কলেজ বন্ধ ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১১ ঘণ্টা, আগস্ট ৭, ২০১০

সিলেট: সিলেটের জৈন্তাপুর উপজেলার জৈন্তিয়া ডিগ্রী কলেজে শনিবার আবারও সাধারণ ছাত্রদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পাঁচ ছাত্র আহত হন।



গুরুতর আহত ইমরান আহমেদ ও রুবেল আহমেদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের পর ক্ষুব্ধ ছাত্রদের একটি পক্ষ প্রায় দুই ঘন্টা সিলেট-জৈন্তাপুর সড়ক অবরোধ করে রাখে।

এরআগে গত সোমবার শ্রেণীকক্ষে বসা নিয়ে ছাত্রদের মধ্যে সংঘর্ষ হয়। কর্তৃপক্ষ বড় ধরনের সংঘর্ষের আশঙ্কায় তিনদিনের জন্য কলেজ বন্ধ ঘোষণা করেন। শনিবার কলেজ খুললে দক্ষিণ পক্ষ (ধরমুজ গ্রাম) ও উত্তর পক্ষে (জৈন্তাপুর গ্রাম) বিভক্ত হয়ে ছাত্ররা আবারও এলাকাভিত্তিক সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ছাত্রদের সঙ্গে এলাকাবাসীও যোগ দেয়। ছাত্ররা সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে।

কলেজ অধ্যক্ষ গোলাম রহমান খান বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, উদ্ভুত পরিস্থিতিতে কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সময় : ১৪৩৫ঘণ্টা,আগস্ট ০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।