ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিল সংসদে উত্থাপিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, জুন ২১, ২০১১

ঢাকা: ‘ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প (ভূমি অধিগ্রহণ) বিল-২০১১’ সংসদে উত্থাপর করা হয়েছে।

মঙ্গলবার জাতীয় সংসদের সম্পূরক কার্যসূচিতে ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা এই বিলটি উত্থাপন করেন।



‘ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প (ভূমি অধিগ্রহণ) অধ্যাদেশ-২০১১’ আইন আকারে পাসের জন্য এ বিল জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে।

পরে বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

এর আগে গত ২২ মে ৯ম অধিবেশনের প্রথম দিনে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প (ভূমি অধিগ্রহণ) অধ্যাদেশ-২০১১ জাতীয় সংসদে উত্থাপন করা হয়।

সংবিধানের ৯৩ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী এটি সংসদে উপস্থাপন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। এটি চলতি বছরে প্রণীত একমাত্র অধ্যাদেশ।

প্রসঙ্গত, রাষ্ট্রপতি কোনো অধ্যাদেশ জারি করলে পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকেই তা উপস্থাপনের বিধান রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জুন ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।