ঢাকা, শনিবার, ২ কার্তিক ১৪৩২, ১৮ অক্টোবর ২০২৫, ২৫ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

কালীগঞ্জে শিশুর গলা কাটা লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৬, ডিসেম্বর ২৮, ২০১৫
কালীগঞ্জে শিশুর গলা কাটা লাশ উদ্ধার

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের খোদ্দরায় গ্রাম থেকে নিখোঁজের একদিন পর সৌরভ দাস (৫) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৮ ডিসেম্বর) দুপুর ২টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

সৌরভ দাস খোদ্দরায় গ্রামের বলয় দাসের ছেলে।

স্থানীয়রা জানায়,  রোববার (২৭ ডিসেম্বর) রাতে বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু সৌরভ। পরে সোমবার দুপুরে ওই গ্রামের একটি নির্মাণাধীন বাড়ির ছাদ থেকে তার গলা কাটা লাশ উদ্ধার করা হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, কি কারণে তাকে হত্যা করা হয়েছে, তা জানা যায়নি। তবে, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।