ঢাকা: জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য, দৈনিক জনকণ্ঠের সাবেক নগর সম্পাদক ও প্রধান প্রতিবেদক আবদুল খালেকের জানাজা সম্পন্ন হয়েছে।
সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে তার জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল, কামরুল ইসলাম চৌধুরীসহ অন্য সংবাদকর্মীরা অংশ নেন। এরপর জাতীয় প্রেসক্লাবসহ সাংবাদিক সংগঠনগুলোর পক্ষ থেকে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শনিবার (২৬ ডিসেম্বর) বিকেল তিনটায় রাজধানীর সিএমএইচ-এ ইন্তেকাল করেন আবদুল খালেক। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা, স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আবদুল খালেক ১৯৪৭ সালে ৭ এপ্রিল কুমিল্লার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেন। ১৯৬৮ সালের সেপ্টেম্বর মাসে দৈনিক আজাদ পত্রিকায় যোগদানের মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। তিনি দৈনিক বাংলা ও দৈনিক জনকণ্ঠে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
আরইউ/এসইউজে/টিআই