ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পঞ্চগড়ে ২১ দিনব্যাপী আবাসিক হ্যান্ডবল প্রশিক্ষণ ক্যাম্প সমাপ্ত

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০০ ঘণ্টা, জুন ৪, ২০১১
পঞ্চগড়ে ২১ দিনব্যাপী আবাসিক হ্যান্ডবল প্রশিক্ষণ ক্যাম্প সমাপ্ত

পঞ্চগড়: পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে অনুষ্ঠিত ২১দিনব্যাপী আবাসিক হ্যান্ডবল প্রশিক্ষণ ক্যাম্প শুক্রবার সমাপ্ত হয়েছে।

গত ১৫ মে জাতীয় ক্রীড়া নিয়ন্ত্রণ পরিষদের সহযোগিতায় জেলা ক্রীড়া সংস্থা এই প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করে।



এ উপলক্ষে শুক্রবার স্টেডিয়াম মাঠে প্রশিক্ষণ ক্যাম্পের সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় সাংসদ মোঃ মজাহারুল হক প্রধান, জেলা প্রশাসক বনমালী ভৌমিক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সায়খুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহাবুবুল আলমসহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও ক্রীড়ামোদি অসংখ্য দর্শক উপস্থিত ছিলেন।


প্রতিভা অন্বেষণ কর্মসূচির আওতায় ১৪-১৬ বছর বয়সী জেলার বিভিন্ন স্কুলের ৪০ জন বালিকা এই প্রশিক্ষণ ক্যাম্পে অংশ নেয়।

জাতীয় ক্রীড়া নিয়ন্ত্রণ পরিষদের প্রশিক্ষক শাহিদা খাতুন এই প্রশিক্ষণ ক্যাম্পের পরিচালনা করেন।

 সবশেষে এক প্রীতি হ্যান্ডবল ম্যাচের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময় : ০৫৫৫ ঘণ্টা, ০৪ জুন, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।