ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

যশোরে কাল শুরু বাংলাদেশ-ভারত সীমানা সম্মেলন

তৌহিদ জামান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, আগস্ট ২, ২০১০

যশোর: বাংলাদেশ ও ভারতের মধ্যকার সীমানা সংক্রান্ত তিনদিনের সম্মেলন মঙ্গলবার যশোর সার্কিট হাউজে শুরু হচ্ছে।

সম্মেলনে যোগ দিতে সোমবার বেনাপোল সীমান্তপথে যশোর পৌঁছেছে ভারতীয় প্রতিনিধি দল।

প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ভূমি রেকর্ড ও জরিপ (পশ্চিমবঙ্গ) পরিচালক আর এন ঠাকুর। দলের অন্য সদস্যরা হলেন যুগ্ম-পরিচালক দীপক রায় চৌধুরী, ভূমি রেকর্ড ও জরিপ সহ-পরিচালক সুমন ভট্টাচার্য, চার্জ অফিসার দীলিপ কুমার ভট্টাচার্য এবং সুরঞ্জিত চন্দ্র।

ভারতীয় প্রতিনিধি দলকে বেনাপোল সীমান্তে স্বাগত জানান বাংলাদেশ ভূমি অধিদপ্তরের উপ-পরিচালক পোং খাম নীলমনি সিংহ, যশোর জোনাল সেটেলমেন্ট অফিসার ভবেষ চন্দ্র পোদ্দার, শার্শা উপজেলা নির্বাহী অফিসার কামরুল আরিফসহ অন্য কর্মকর্তারা।

ভূমি জরিপ বিভাগের উপ-পরিচালক পোং খাম নীল মনি সিংহ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। বাংলাদেশ প্রতিনিধি দলে আরো রয়েছেন সহকারী পরিচালক আতাউর রহমান মোড়ল, ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব এটিএম নাসির মিয়া। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহা-পরিচালক ড. আসলাম আলমও সম্মেলনে যোগ দেবেন।

সহকারী অফিসার (জরিপ) ফেরদৌস হোসেন জানিয়েছেন, এটি দুই দেশের মধ্যে ১৬৫তম বৈঠক।

দুই দেশের সীমানা সংক্রান্ত ১৬৪তম বৈঠক হয় পশ্চিমবঙ্গের দণি দিনাজপুর জেলার চালুরহাটে। তার আগে বৈঠকটি হয় ঢাকায়।

সীমানা পিলার নির্ধারণ ও পরীক্ষা-নিরীক্ষাসহ দুই দেশের সীমানা সংক্রান্ত আলোচনা বৈঠকে স্থান পেতে পারে বলে জানা গেছে।

বাংলাদেশ সময় ২১২৬ ঘণ্টা, আগস্ট ২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।