ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

১৫ ঘন্টা বন্ধ থাকার পর রোববার সকালে চট্টগ্রামে ট্রেন লাইন চালু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, আগস্ট ১, ২০১০

চট্টগ্রাম: দুর্ঘটনার কারণে প্রায় ১৫ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রাম রুটে রেল চলাচল রোববার সকাল থেকে স্বাভাবিক হয়েছে।

সকাল ৯টা ৫৮ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামগামী সূবর্ণ এক্সপ্রেস ট্রেনটি ফেনীর ফাজিলপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়।

রেলওয়ে পূর্বাঞ্চলের সহকারি প্রধান পরিচালনা তত্ত্বাবধায়ক ফিরোজ ইফেতখার বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে একথা জানান।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যূত হলে চট্টগ্রামের সঙ্গে দেশের সব রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

এতে বিপাকে পড়েন হাজার হাজার যাত্রী।

এছাড়া সুবর্ণ এক্সপ্রেস আটকা পড়ে ফাজিলপুর এলাকায়।  

রেলওয়ে পূর্বাঞ্চলের সহকারী প্রধান পরিচালনা তত্ত্বাবধায়ক ফিরোজ ইফেতখার বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ট্রেন চলাচল স্বাভাবিক হলেও এরই মধ্যে যাত্রা বাতিল করে দেওয়া গোধূলী ও সাগরিকা এক্সপ্রেস চট্টগ্রাম ছেড়ে যাচ্ছে না। তবে পরের  ট্রেনগুলো যথা সময়ে ছাড়া হবে। ’

বাংলাদেশ সময় ১১৩৬ ঘণ্টা, আগস্ট ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।