ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আমিনীর ছেলের সন্ধান পাওয়া গেছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৭ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১১
আমিনীর ছেলের সন্ধান পাওয়া গেছে

ঢাকা: ইসলামী আইন বাস্তবায়ন কমিটির প্রধান ফজলুল হক আমিনীর ছেলের সন্ধান পাওয়া গেছে।

শুক্রবার সকাল আটটায় বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন ইসলামী আইন বাস্তবায়ন কমিটির প্রচার সম্পাদক মোহাম্মদ ওয়াসেল।



তিনি বাংলানিউজকে জানান, শুক্রবার ভোর ৪টায় বকশীবাজার নবকুমার ইনস্টিটিউটের সামনে ফজলুল হক আমিনীর ছেলে আবুল হাসনাতকে কে বা কারা রেখে যায়।

এ ব্যাপারে আবুল হাসনাত বিস্তারিত কিছু বলতে পারেননি।

পরে শুক্রবার সকাল ১১টায় আমিনী তার ছেলেকে নিয়ে লালবাগের বাসায় সংবাদ সম্মেলনে আবারও বলেন, শেখ হাসিনার নির্দেশেই তার ছেলেকে গুম করা হয় এবং পরে তার নির্দেশেই আবার ছেড়ে দেওয়া হয়।  

আমিনী অভিযোগ করেছিলেন, গত ১০ এপ্রিল রাজধানীর সূত্রাপুর থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাদা পোশাকধারী সদস্যরা তার ছেলেকে তুলে নিয়ে যায়।

অবশ্য পুলিশ এ অভিযোগ অস্বীকার করে।    

বাংলাদেশ সময়: ০৮২০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।