ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

বান্দরবানে অপহৃত সুপারভাইজর উদ্ধারে যৌথ অভিযান চলছে

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১১

বান্দরবান : পার্বত্য জেলার অন্যতম পর্যটন স্পট সাকুরা রিসোর্ট থেকে গত শুক্রবার রাতে অপহৃত সুপারভাইজরকে উদ্ধারে রোববার অভিযানে নেমেছে যৌথ বাহিনী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বান্দরবান শহর থেকে চার কিলোমিটার দূরে সাকুরা পর্যটন রিসোর্ট থেকে গত শুক্রবার রাত ১১ টায় ৬/৭ জন  মুখোশ পরিহিত অস্ত্রধারী সুপারভাইজর ওমর ফারুককে (৪২) অপহরণ করে।



সন্ত্রাসীরা তাকে সাঙ্গু নদী অতিক্রম করে রোয়াংছড়ি উপজেলার ছাইঙ্গ্যার গভীর অরণ্যে নিয়ে যায়।  
বান্দরবান থানার ওসি জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, পুলিশের ৩টি দল রোয়াংছড়ির ছাইঙ্গ্যাসহ বিভিন্নস্থানে উদ্ধার অভিযান চালাচ্ছে।

সম্ভাব্যস্থানগুলোতে সেনা সদস্যরাও অভিযানে নেমেছে বলে সূত্র জানায়।

ঘটনার পর অপহৃতার স্ত্রী রোকেয়া বেগম সদর থানায় একটি মামলা দায়ের করেন।
তিনি বাংলানিউজকে বলেন, আমি গরিব -আমি স্বামীকে ফেরত চাই, তার সঙ্গে কারো শত্র“তা ছিলনা।

সাকুরা পর্যটন রিসোর্ট এর মালিক মুসা কলিমুল্লাহ বাংলানিউজকে জানান, স্থানীয়দের সঙ্গে বিরোধের জের ধরে সন্ত্রাসীরা তাকে অপহরণ করেছে।

তিনি আরো জানান, অপহরণের পর সন্ত্রাসীরা ফোনে প্রথমে চার কোটি এবং এখন এক লাখ টাকা দাবি করছে।
এ অপহরণের ঘটনায় বান্দরবানে আতঙ্ক বিরাজ করছে। অনেক পর্যটক বান্দরবান শহর ত্যাগ করছেন।  
বান্দরবান হোটেল-মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, এ ঘটনায় জেলার পর্যটন শিল্পে প্রভাব পড়বে, কমে যাবে পর্যটকদের আগমন।

উল্লেখ্য, গত ১১ মার্চ জেলা সদরের পাশ্ববর্তী রোয়াংছড়ি উপজেলার ছাইঙ্গ্যা থেকে ব্যবসায়ী নুরুল কবিরকে অপহরণ করা হয়।

মুক্তিপণ আদায়ের পরও নুরুল কবিরকে জবাই করে সন্ত্রাসীরা।

তাকে উদ্ধারে মুক্তিপণ নিয়ে যাওয়া ক্য থুই চিং মার্মাকেও হত্যা করা হয়।

বাংলাদেশ সময় : ১৩৫৯ ঘন্টা, এপ্রিল ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।