ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পকে এগিয়ে নিতে কাজ করছে দুই দেশ: জার্মান রাষ্ট্রদূত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১১

ঢাকা: বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পকে এগিয়ে নিতে বাংলাদেশ এবং জার্মানি এক সঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন ঢাকাস্থ জার্মানির রাষ্ট্রদূত হোলগার মিচেল।

তিনি বলেন, ‘এ লক্ষ্যে দেশ দুইটির ব্যবসায়ীরা প্রযুক্তিগত বাধা অতিক্রম এবং ব্রান্ডিং ইমেজ তৈরির কার্যক্রম চালাচ্ছে।



মঙ্গলবার রাজধানীর শেরাটন হোটেলে ‘জাহাজ নির্মাণ শিল্পের আইনি প্রতিবন্ধকতা চিহ্নিত করে স্বচ্ছতার সাথে এ শিল্পের উন্নয়ন’ শীর্ষক কর্মশালায় বিশেষ অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) কর্মশালার আয়োজন করে।

হোলগার বলেন, ‘জার্মানিসহ ইউরোপের দেশগুলোতে বিশেষায়িত জাহাজের চাহিদা দিন দিন বাড়ছে। যদিও বাংলাদেশ এরইমধ্যে ইউরোপের তুষারাবৃত সাগরে চালানোর মতো জাহাজ রপ্তানি শুরু করেছে।

ভবিষ্যতে ইউরোপের জাহাজ বাজার দখলে তার দেশ বন্ধুপ্রতীম বাংলাদেশের শক্তিশালী অংশীদার হবে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানের প্রধান অতিথি শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া জাহাজ নির্মাণ শিল্পে সরকার সব ধরনের সহযোগীতা করবে বলে জানান।

তিনি বলেন, ‘এ শিল্পের প্রসারে জাহাজ শিল্প প্রমোশন কাউন্সিল গঠন করা হবে। ’

কর্মশালায় সভাপতিত্ব করেন আইবিএফবি’র সভাপতি চট্টগ্রামের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক বাণিজ্য সচিব সোহেল চৌধুরী, ওয়েস্টার্ন মেরিন লিমিটেডের এমডি প্রকৌশলি সাখাওয়াত হোসাইন প্রমুখ।

মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন সাবেক বাণিজ্য সচিব সোহেল চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।