ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

ড. ইউনূস ইস্যুর সমাধানে নানা ধরনের প্রস্তাব বিবেচিত হবে: অর্থমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, মার্চ ২৪, ২০১১
ড. ইউনূস ইস্যুর সমাধানে নানা ধরনের প্রস্তাব বিবেচিত হবে: অর্থমন্ত্রী

ঢাকা: ড. মুহাম্মদ ইউনূসকে গ্রামীণব্যাংকের এমডির পদ থেকে অপসারন ইস্যুতে সম্মানজনক সমাধানের পথে নানা ধরনের প্রস্তাব বিবেচিত হবে বলে জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তিনি বলেন, এর আগেও আমি পরিষ্কারভাবে বলেছি, লিখিত ভাবেও বলেছি বিষয়টি সম্মানজনক সমাধান চাই আমি।



ঢাকায় সফররত ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক এর সঙ্গে হোটেল সোনারগাঁওয়ে দেখা করার পর সাংবাদিকদের এ কথা বলেন অর্থমন্ত্রী।

এক প্রশ্নের জবাবে মুহিত বলেন ইউনূস নিয়ে আর বেশি কিছু বলতে চাই না, অনেকবার বলেছি।

মিডিয়াকে দোষারোপ করে অর্থমন্ত্রী সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, ‘আপনারাই বিষয়টিকে নষ্ট করছেন। ’

তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে এত আলোচনা করলে এর সমাধান করা যাবে না। কোন কিছু নিয়ে সংবাদ পরিবেশনার ক্ষেত্রে কিছুটা ছাড় দিতে হয়, না হলেতো চলে না। ’

বাংলাদেশ সময় ১৯৪৪ ঘণ্টা, মার্চ ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।