ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ চেয়ে আবেদন ড. ইউনূসের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, মার্চ ৯, ২০১১
হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ চেয়ে আবেদন ড. ইউনূসের

ঢাকা: গ্রামীণব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে ড. মুহাম্মদ ইউনূসের দাখিল করা রিট আবেদন খারিজ করে হাইকোর্টের দেওয়া রায়ের স্থগিতাদেশ চাওয়া হয়েছে।  

বুধবার সকালে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ড. মুহাম্মদ ইউনূসের পে তার আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন সংশ্লিষ্ট শাখায় স্থগিতাদেশ চেয়ে আবেদনটি দাখিল করেন।



দুপুরে আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আবেদনটির ওপর শুনানি নিতে পারেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ।

উল্লেখ্য, ড. মুহাম্মদ ইউনূসকে গ্রামীণব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অব্যাহতি দেওয়ার আদেশকে চ্যালেঞ্জ করে দায়ের করা দুটি রিট হাইকোর্ট মঙ্গলবার খারিজ করে দেন।
 
বিচারপতি মমতাজ উদ্দিন এবং বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তিনদিন শুনানি গ্রহণ শেষে এ আদেশ দেন।
 
মঙ্গলবার ব্যারিস্টার সারা হোসেন লিভ টু আপিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১১৩৫ঘণ্টা, মার্চ ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।