ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

নিরাপত্তা চেয়ে আশুলিয়া থানায় জিডি

জাবি ভিসি শরীফ এনামুল কবিরকে টেলিফোনে হত্যার হুমকি

জাহিদুর রহমান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৯ ঘণ্টা, মার্চ ৯, ২০১১

ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.অধ্যাপক শরীফ এনামুল কবিরকে টেলিফোনে হত্যার হুমকি দিয়েছে অজ্ঞাত ব্যক্তিরা।

হুমকির পরিপ্রেক্ষিতে উপাচার্য নিরাপত্তা চেয়ে রাতেই আশুলিয়া থানায় সাধারণ ডাইরী (জিডি) করেছেন ।



আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, উপাচার্যের নিরাপত্তা বাড়ানো হয়েছে। হুমকি দাতাদের সনাক্ত করার চেষ্টা চলছে।

আশুলিয়া থানার ওসি জানান,ব্যক্তিগত কর্মকর্তা মারফত উপাচার্য সাধারণ ডাইরী করেছেন। তিনি জানান, মোবাইল ফোনটি ট্রাক করে তার মালিককে সনাক্ত করা হবে।

ড.অধ্যাপক শরীফ এনামুল কবির বাংলানিউজকে জানান,তার মুঠোফোনে ০১৭৫৬-২১০৯৯০ নম্বর থেকে পাঁচ দফা এসএমএস পাঠিয়ে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়।

বাংলাদেশ সময় : ২৩৩০  ঘন্টা, মার্চ ৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।