ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নওগাঁয় ধান ব্যবসায়ীর লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১১

নওগাঁ: নওগাঁর মহাদেবপুরে মাতাজীহাটের পয়নারী খাড়ির পাশে বুধবার রাতে এক ধান ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।  

নিহত ব্যবসায়ী মিলন (৩৫) বদলগাছী উপজেলার চাকরাইল গ্রামের হযরত আলীর ছেলে।



বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বাংলানিউজকে জানান, মাতাজীহাট থেকে বাড়িতে যাওয়ার পথে সন্ত্রাসীরা মিলনের কাছে থাকা একটি মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে শ্বাসরোধ করে গুরুত্বর আহত অবস্থায় ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে দেখতে পেয়ে বদলগাছী পুলিশকে খবর দিলে তারা রাত ১১টার দিকে মিলনকে উদ্ধার করে হাসপাতালে নেয়। পরে সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম বাংলানিউজকে জানান, ঘটনাস্থলটি মহাদেবপুর থানার মধ্যে পড়েছে। বদলগাছী থানা থেকে লাশটি মহাদেবপুর থানায় হস্তান্তর করা হবে।

এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।