ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

টাঙ্গাইল-৮ আসনে ‍আ’লীগের অনুপম বিজয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৪
টাঙ্গাইল-৮ আসনে ‍আ’লীগের অনুপম বিজয়ী অনুপম শাহজাহান

টাঙ্গাইল: জাতীয় সংসদের টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে উপনির্বাচনে প্রয়াত সংসদ সদস্য শওকত মোমেন শাহজাহানের ছেলে অনুপম শাহজাহান জয়কে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

বুধবার স্থগিত কেন্দ্রের ফলাফলসহ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অনুপম শাহজাহান জয় নৌকা প্রতীকে ৭৩ হাজার ৯০৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।



তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল মালেক মিঞা হরিণ প্রতীকে পেয়েছেন ৭৩ হাজার ৫৬ ভোট।

গত ২৯ মার্চ টাঙ্গাইল-৮ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১১৭ কেন্দ্রের মধ্যে ঘেচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অনিয়মের অভিযোগে ভোটগ্রহণ স্থগিত করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সৈয়দ খুরশিদ আনোয়ার।

বুধবার ঘেচুয়া কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ২ হাজার ৮৯টি ভোট পড়ে। এই কেন্দ্রে মোট ভোটার ছিলেন ২ হাজার ৭০১ জন। এর মধ্যে অনুপম শাহজাহান জয় পেয়েছেন ৩৪২ ভোট ও আব্দুল মালেক মিঞা পেয়েছেন ১ হাজার ৭২৭ ভোট। কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আজহারুল ইসলাম সিদ্দিকী এই তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৯ মার্চের নির্বাচনে ১১৬ কেন্দ্রে অনুপম শাহজাহান জয় নৌকা প্রতীক নিয়ে ৭৩ হাজার ৫৬৫ ভোট এবং আওয়ামী লীগের বিদ্রোহী  প্রার্থী মালেক মিঞা হরিণ প্রতীক নিয়ে ৭১ হাজার ৩২৯ ভোট পেয়েছিলেন। ওই ফলাফলে অনুপম শাহজাহান জয় বিদ্রোহী প্রার্থী আবদুল মালেক মিঞার চেয়ে ২ হাজার ২৩৬ ভোটে এগিয়ে ছিলেন।

গত ২০ জানুয়ারি কৃষিবিদ শওকত মোমেন শাহজাহানের মৃত্যুতে এ আসনটি শূন্য হয়।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৪/আপডেট: ১৮৫২ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad