ঢাকা: জুলাই গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগকে দল হিসেবে স্থায়ীভাবে নিষিদ্ধ করা, জুলাই আহতদের চিকিৎসা-পুনর্বাসন ও জুলাই সনদ প্রকাশের দাবিতে শাহবাগ মোড়ে আন্দোলনরতরা জানিয়েছেন, এ দাবি বাস্তবায়নের প্রজ্ঞাপন ছাড়া তারা শাহবাগ মোড় ছাড়বেন না।
রোববার (১১ মে) বিকেলে শাহবাগ মোড়ে আন্দোলনরত জুলাইযোদ্ধা শাহিনুর রহমান বলেন, স্বাস্থ্য কার্ড নামে একটা মুলা দিয়েছিল আগে।
তিনি আরও বলেন, রাজধানীর মোহাম্মদপুরে ৪ আগস্ট আহত হই। এক মাস আইসিইউতে ছিলাম। জুলাই আন্দোলনে আহতরা কোনো দলের সম্পদ নন, দেশের সম্পদ। আহত ও শহীদদের মনে রাখতে হবে। তারা দেশের জন্য শহীদ হয়েছেন এবং অঙ্গহানি করেছেন।
দাবির বিষয়ে শাহিনুর রহমান বলেন, আমাদের দাবি তিনটি। আওয়ামী লীগকে দল হিসেবে স্থায়ীভাবে নিষিদ্ধ, জুলাই আহতদের চিকিৎসা-পুনর্বাসনে স্বাস্থ্য কার্ডের জন্য প্রজ্ঞাপন চাই ও জুলাই সনদ প্রকাশ করতে হবে। আমরা প্রজ্ঞাপন না নিয়ে এই শাহবাগ ত্যাগ করবো না।
সকাল থেকে শাহবাগ মোড়ে এ কর্মসূচি চলছে। সরেজমিনে দেখা যায়, আন্দোলনরতরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এর মধ্যে ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘দেশ গড়ার হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘জুলাইয়ের চেতনা দিতে হবে ঘোষণা’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’ স্লোগান শোনা যায়।
জুলাইযোদ্ধাদের আন্দোলনের কারণে শাহবাগের সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।
ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, শাহবাগ সড়কটির যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি। এখনো শাহবাগে যান চলাচল বন্ধ রয়েছে। আন্দোলনরতদের বোঝানোর চেষ্টা করছি।
দীর্ঘদিনের দাবি ও সাম্প্রতিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত দলটির সব কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। শনিবার (১০ মে) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এমএমআই/জেএইচ/এইচএ/