ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

জাতীয়

তরমুজ নয়...

আহ্সান কবীর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১১
তরমুজ নয়...

কেউ কোনও কিছুকে অতিরঞ্জিত করে প্রকাশ করলে আমরা বলি: তিলকে তাল করা হয়েছে। আবার সন্তানকে সঞ্চয়ে আগ্রহী করে তুলতে বাবা-মা’র উপদেশ থাকে এ রকম- বাবা, ‘রাই কুড়াতে কুড়াতে বেল হয়’ বা ‘ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল / গড়ে তোলে মহাদেশ সাগর অতল’।

বাস্তবে তিলের চেয়ে তাল আর রাইয়ের চেয়ে বেলের আকারের যে ফারাক সেটা ক্ষুদ্রের সঙ্গে বৃহতের।   কিন্তু একটা বেল আর কতই বা বড় হতে পারে! প্রতিদিনের দেখা বস্তুকে যদি হঠাৎই আমরা অস্বাভাবিক আকারে ও রূপে দেখি তবে আমাদের চক্ষু চড়কগাছ হয়। নিজের চোখকেই তখন আর বিশ্বাস করতে ইচ্ছে হয় না। ছবিতে যে বেলটি দেখা যাচ্ছে সেটিকে কী আদৌ বেল বলে মনে হয়? নাকি মনে হয় তরমুজ বলে? খাগড়াছড়ি জেলা সদরের টাউন হল প্রাঙ্গণে চলমান কৃষিমেলা ২০১১ তে প্রদর্শিত হাইব্রিড জাতের এই বেলটির ওজন ৮কেজি। সাড়ে ৩বছর বয়সী একটি হাইব্রিড গাছে জন্মেছে এই মহাবেল।

খাগড়াছড়ির যৌথ খামার এলাকার কৃষক ম্যাময় মারমার গাছে ফলেছে এই অকিয় বিল্বফল। এটির বয়স ৮মাস বলে জানা গেছে।

২৯জানুয়ারি শুরু হওয়া দু’দিনব্যাপী কৃষিমেলা শেষ হবে আজ (রোববার)।

খাগড়াছড়ি থেকে ছবিটি পাঠিয়েছেন লিটন ভট্টাচার্য্য রানা

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, জানুয়ারি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।