ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

জামিন পেলেন ডিপজল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১১

ঢাকা: ঢাকাই চলচ্চিত্রের খলনায়ক ও ওয়ার্ড কাউন্সিলর মনোয়ার হোসেন ডিপজল পল্টন থানার বিস্ফোরক দিয়ে গাড়ি পোড়ানোর মামলায় জামিন পেয়েছেন।

সোমবার ঢাকার মহানগর দায়রা জজ জহুরুল হক ১০ হাজার টাকার মুচলেকায় এ জামিন মঞ্জুর করেন।



ডিজপলের জামিনের আবেদন করেন তার আইনজীবী আব্দুর রাজ্জাক মিয়া।

জামিন আদেশে আদালত উল্লেখ করেন, মামলার ঘটনাটি ঘটে পল্টনে আর আসামি ডিপজল বাস করেন গাবতলীতে। এছাড়া ২৬ জুনের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয় ২০ ডিসেম্বর। এ মামলার বাকী আট আসামির সবাই জামিনে আছেন। সুতরাং আসামি জামিন পেতে পারেন।

মামলার এজাহার থেকে জানা যায়, গত ২৬ জুন বিএনপি’র একটি মিছিল বিজয়নগর রোডের ফ্রেন্ডস ইয়ারের সামনে পৌঁছলে মিছিলের মধ্য থেকে ঢাকা মেট্রো খ-১১-৪০৮৪ গাড়ির ভিতর বিস্ফোরক ছুড়ে মারা হয়। এতে গাড়িটিতে আগুন ধরে যায়।
এ ঘটনায় গত ২৬ জুন পল্টন থানায় এ মামলাটি দায়ের করা হয়।

পুলিশ পেটানোর অভিযোগে দারুসসালাম থানায় দায়ের হওয়া মামলায় গত ১৯ ডিসেম্বর জামিন পান ডিপজল। পুলিশ ওইদিনই তাকে জেল গেট থেকে ফের গ্রেপ্তার করে।

ডিপজল গত ২৮ নভেম্বর রাতে দারুসসালাম থানায় আত্মসমর্পণ করেন।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।