ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পঞ্চগড় জেলা স্টেডিয়ামের সংস্কার কাজের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৩
পঞ্চগড় জেলা স্টেডিয়ামের সংস্কার কাজের উদ্বোধন

পঞ্চগড়: পঞ্চগড়ে মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামের সংস্কার-উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আহাদ আলী সরকার।

বুধবার দুপুরে পঞ্চগড় সফরে এসে তিনি স্টেডিয়ামের সংস্কার কাজের উদ্বোধন করেন।



উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, দেশের প্রতিটি অঞ্চলে ক্রীড়ার মান উন্নয়নে বর্তমান সরকারের যে বরাদ্দ,  আগের কোনো সরকারের সময়ে সেই সুযোগ ছিল না।
 
এ সময় মন্ত্রণালয়ের সচিব ও সাবেক আইজিপি নুর মোহাম্মদ, পঞ্চগড়-১ আসনের সাংসদ মো. মজাহারুল হক প্রধান, জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন, পুলিশ সুপার আবুল কালাম আজাদ, পৌরসভার মেয়র তৌহিদুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. সায়খুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
 
জানা গেছে, জেলা স্টেডিয়ামের সংস্কার-উন্নয়নের জন্য মন্ত্রণালয় থেকে তিন কোটি আট লাখ ৩৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ টাকা দিয়ে স্টেডিয়ামের ভূমি উন্নয়ন, মাঠের উন্নয়ন, দোতলা প্যাভিলিয়ন ভবন নির্মাণ, সারফেস ড্রেন নির্মাণ ও গ্রিল ফেন্সিং নির্মাণ করা হবে।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা,অক্টোবর ২৩,২০১৩
এসআর/এমজেডআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।