ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

জাতীয়

সাভারে হা-মীম গ্রুপের কারখানায় শ্রমিকদের বিক্ষোভ

জাহিদুর রহমান,স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১০, ডিসেম্বর ১৫, ২০১০
সাভারে হা-মীম গ্রুপের কারখানায় শ্রমিকদের বিক্ষোভ

সাভার: সাভারের আশুলিয়ায় হা-মীম গ্রুপের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানায় বুধবার সকালে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেছেন।

তাদের অভিযোগ, গণমাধ্যমে নিহতের সংখ্যা প্রকৃত সংখ্যার চেয়ে কম দেখানো হচ্ছে।

নিহতের সংখ্যা গণমাধ্যমগুলোতে সঠিকভাবে তুলে ধরা হচ্ছে না।

বুধবার সকালে কারখানাটিতে ২ দিনের ছুটি ঘোষণা করা হলেও শ্রমিকরা কারখানায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

এ বিষয়ে বৈশাখী টেলিভিশনের সাভার প্রতিনিধি আব্দুল হালিম বাংলানিউজকে জানান, ‘তিনি সংবাদ সংগ্রহের জন্য অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানাটিতে ঢুকতে গেলে শ্রমিকদের বাধার মুখে পড়েন। তারা তার পরিচয় জেনে সাংবাদিকদের সম্পর্কে কটুক্তি করেন। ’

এদিকে, শ্রমিকদের শান্ত করার জন্য বার বার আবেদন করছেন পার্শ্ববর্তী শারমিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন।

কারখানার সামনে অবস্থানরত দমকল বাহিনীর গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় কারখানা থেকে নিরাপদ দূরত্বে অবস্থান নিয়ে আছে।  

এ বিষয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তা আখতারুজ্জামান লিটন জানান, ‘শ্রমিকরা ফুঁসে ওঠার কারণে দমকল বাহিনীর গাড়িগুলো নিরাপদ দূরত্বে সরিয়ে রাখা হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।