ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

জাতীয়

ঢাবিতে নানা আয়োজনে রোকেয়া দিবস পালিত

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৮, ডিসেম্বর ৯, ২০১০

ঢাকা: বৃহস্পতিবার নানা আয়োজনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে বেগম রোকেয়া দিবস।

সকালে বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে বেগম রোকেয়ার বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় হল প্রশাসন এবং বিভিন্ন ছাত্র সংগঠন।



দুপুরে  টিএসসি মিলনায়তনে উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ বেগম রোকেয়া স্মারক বক্তৃতার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. জিল্লুর রহমান সিদ্দিকী। বিভাগীয় চেয়ারম্যান সোহেলী খোদেজা ইসলামের সভাপতিত্ত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আমেনা মহসীন।

প্রধান অতিথির বক্তব্যে জিল্লুর রহমান সিদ্দিকী বলেন, বেগম রোকেয়া বাঙালি নারী জাগরণের অগ্রদূত ছিলেন। তার নিরলস প্রচেষ্টার মাধ্যমে তিনি বাঙালি নারীদের উব্ধুদ্ধ করেছিলেন।

তিনি আরও বলেন, বর্তমান সমাজ ব্যবস্থায় নারীকে দুর্বল করে রাখার যে মানসিকতা তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

বিকেলে রোকেয়া হলের মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে হল কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।