ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মীরসরাইয়ে বিএনপির মিছিলে যুবলীগ-ছাত্রলীগের হামলা, আহত ১৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১০

চট্টগ্রাম: চট্টগ্রামের মীরসরাই উপজেলা সদরে রোববার বিএনপির মিছিলে ছাত্রলীগ-যুবলীগের হামলায় কমপক্ষে ১৫ বিএনপি নেতা-কর্মী আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে মীরসরাই উপজেলা বিএনপির উদ্যোগে ৩০ নভেম্বরের হরতালের সমর্থনে মিছিল বের করা হয়।

বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিলটি নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওঠার পর যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা অতর্কিতে তাদের ওপর হামলা চালায় বলে। যুবলীগের ক্যাডাররা আনসারের হাতে থাকা লাঠি নিয়ে বিএনপি কর্মীদের উপর আক্রমণ করে।

মিরসরাই উপজেলা বিএনপির সভাপতি নুরুল আমিন বাংলানিউজকে জানান, ‘হরতালের সমর্থনে শান্তিপূর্ণ মিছিল নিয়ে আমরা ঢাকা ট্রাংক রোডের দিকে যাচ্ছিলাম। এসময় পুলিশ মিছিলে বাধা দিলে তাদের সঙ্গে বাদানুবাদ হয়। এ সময় যুবলীগ-ছাত্রলীগের ৫০/৬০ জন সন্ত্রাসী লাঠিসোটা নিয়ে আমাদের ওপর আক্রমণ করে।

হামলার সময় পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে বলে তিনি অভিযোগ করেন।  

এদিকে ঘটনাস্থলে থাকা মিরসরাই থানার উপ-পরিদর্শক ইয়াছিন ফারুক বাংলানিউজকে জানান, বিএনপির মিছিলটি যখন বের হয় তখন আওয়ামী লীগও মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এ পর্যায়ে দুই পক্ষ মুখোমুখি হলে পুলিশ মাঝখানে অবস্থান নিয়ে তাদের দুই দিকে সরিয়ে দেয়।

হামলার কোনো ঘটনা ঘটেনি দাবি করে তিনি বলেন, এসময় ছোটাছুটি ও হুড়োহুড়িতে কয়েক জন আহত হয়ে থাকতে পারে।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।