ঢাকা, রবিবার, ২৭ আশ্বিন ১৪৩২, ১২ অক্টোবর ২০২৫, ১৯ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

মালদ্বীপে বাংলাদেশি ব্যাংকের শাখা খোলার প্রস্তাব

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৩, অক্টোবর ১২, ২০২৫
মালদ্বীপে বাংলাদেশি ব্যাংকের শাখা খোলার প্রস্তাব

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম বাংলাদেশ ব্যাংক পরিদর্শন করেছেন। সে সময় মালদ্বীপে বাংলাদেশের একটি ব্যাংকের শাখা খোলার প্রস্তাব দেন।

রোববার (১২ অক্টোবর) মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন জানায়, ড. মো. নাজমুল ইসলাম ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে হাইকমিশনার মালদ্বীপে বসবাসরত বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসীর আর্থিক লেনদেন ও রেমিট্যান্স ব্যবস্থার উন্নয়নের বিষয়ে আলোচনা করেন। তিনি দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ দাবি হিসেবে মালদ্বীপে বাংলাদেশের একটি ব্যাংকের শাখা খোলার প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি উল্লেখ করেন, এ ধরনের উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের জন্য নিরাপদ, সহজ ও সাশ্রয়ী ব্যাংকিং সেবা নিশ্চিত করবে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিদল হাইকমিশনারের প্রস্তাবকে স্বাগত জানিয়ে জানান যে, বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যাংকের সঙ্গে এই বিষয়ে আলোচনা করছে এবং দ্রুত বাস্তবায়নের জন্য কাজ করছে। তারা প্রবাসী বাংলাদেশিদের আর্থিক সুবিধা ও রেমিট্যান্স সেবার উন্নয়নে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বৈঠক শেষে হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে টেলিফোনে কথা বলেন। তিনি বৈঠকের সারসংক্ষেপ তুলে ধরে মালদ্বীপে একটি বাংলাদেশি ব্যাংকের শাখা খোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

উভয় পক্ষ প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ ও আর্থিক সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন, যা সরকারের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সক্রিয় অর্থনৈতিক কূটনীতির লক্ষ্যকে এগিয়ে নেবে।

টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।