গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর পালপাড়া এলাকায় বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের সময় তুরাগ নদে নৌকাডুবিতে নিখোঁজ হওয়া আরেক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) সকালে বরিয়াবহ এলাকা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
এর আগের শুক্রবার (৩ অক্টোবর) সকালে এক শিশুর লাশ উদ্ধার হয়।
গত বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে প্রতিমা বিসর্জনের সময় চাপাইর পালপাড়া এলাকায় নৌকা ডুবে গেলে দুই শিশু নিখোঁজ হয়।
নিহতরা হলো—কালিয়াকৈরের হিজলতলী এলাকার প্রভাষ মনি দাসের মেয়ে অঙ্কিতা (৪) এবং একই এলাকার তাপস চন্দ্র দাসের ছেলে তন্ময় (৯)।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে অঙ্কিতার লাশ নদীর গভীর থেকে উদ্ধার করা হয়। শনিবার সকালে বরিয়াবহ এলাকায় ভেসে ওঠে তন্ময়ের লাশ। পরে এলাকাবাসী লাশটি উদ্ধার করে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার রায়হান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
** তুরাগ নদে বিজয়া দশমীতে নৌকা ডুবে দুই শিশু নিখোঁজ
** প্রতিমা বিসর্জনকালে নৌকা ডুবে নিখোঁজ শিশুর লাশ মিলল তুরাগ নদে
এসআরএস