ঢাকা, শুক্রবার, ১৮ আশ্বিন ১৪৩২, ০৩ অক্টোবর ২০২৫, ১০ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

প্রতিমা বিসর্জনকালে নৌকা ডুবে নিখোঁজ শিশুর লাশ মিলল তুরাগ নদে

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৫, অক্টোবর ৩, ২০২৫
প্রতিমা বিসর্জনকালে নৌকা ডুবে নিখোঁজ শিশুর লাশ মিলল তুরাগ নদে তুরাগ নদ। ফাইল ছবি

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর পালপাড়া এলাকায় বিজয়া দশমীতে তুরাগ নদে নৌকাডুবে নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে।  

শুক্রবার (৩ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে ওই শিশুর লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবে দুই শিশু নিখোঁজ হয়।  

নিহত ওই শিশু হলো- গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হিজলতলী এলাকার প্রভাষ মনি দাসের মেয়ে অঙ্কিতা (আড়াই বছর)। এখনো নিখোঁজ রয়েছে একই এলাকার তাপস চন্দ্র দাসের ছেলে তন্ময় (৯)।  

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার চাপাইর পালপাড়া এলাকায় বিজয়া দশমীতে তুরাগ নদে প্রতিমা বিসর্জনের সময় একটি নৌকা ডুবে যায়। এসময় ওই নৌকায় থাকা অনেকেই সাঁতার কেটে নদী থেকে উঠে আসে। কিন্তু শিশু অঙ্কিতা ও তন্ময় নিখোঁজ হয়। পরে স্থানীয় লোকজন অন্যান্য নৌকা নিয়ে তাদের উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে।  

এক পর্যায়ে শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে ওই এলাকায় তুরাগ নদের গভীর পানি থেকে অঙ্কিতার লাশ উদ্ধার করে ডুবুরি দল। তবে বেলা সাড়ে ১১টা পর্যন্ত তন্ময়ের সন্ধান মেলেনি।  

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার রায়হান চৌধুরী জানান, ঘটনার দিন ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কার্যক্রম চালান। কিন্তু নিখোঁজ শিশুদের সন্ধান পাওয়া যায়নি। পরে শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে অঙ্কিতার মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। নিখোঁজ তন্ময়ের সন্ধানে কার্যক্রম চলমান।

আরএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ