ঢাকা: ঢাকার বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও দূতাবাস শারদীয় শুভেচ্ছা জানিয়েছে। একই সঙ্গে বিদেশি দূতরা শান্তি ও সম্প্রীতির বার্তা দিয়েছেন।
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা, নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া ঢাকার জার্মান ও চীন দূতাবাস, ইউরোপীয় ইউনিয়ন অফিস থেকে দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) ঢাকার ভারতীয় হাইকমিশন এক বার্তায় শুভ বিজয়া উপলক্ষে উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছে, এবং সবার জন্য সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছে।
এছাড়া শারদীয় উৎসব উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, দুর্গাপূজা মন্দের ওপর শুভ, অন্ধকারের ওপর আলো এবং হতাশার ওপর আশার বিজয়ের প্রতীক। আমরা প্রার্থনা করি যে এই দুর্গাপূজা আমাদের সবার জন্য নতুন আশা নিয়ে আসে এবং আমাদের সম্পর্কের জন্য আরও উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে অনুপ্রাণিত করে।
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক শারদীয় শুভেচ্ছা বার্তায় বলেছেন, এ উৎসব বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা শান্তি ও সম্প্রীতির বার্তায় দেয়।
ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী এক শুভেচ্ছা বার্তায় বলেন, এ বছর দুর্গাপূজায় যোগ দিতে পেরে আমি আনন্দিত। দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটা সংস্কৃতি, ঐতিহ্য ও সর্বোপরি সম্প্রদায়ের শান্তির মহান উদযাপন। তিনি পূজা উপলক্ষে সবার প্রতি শুভেচ্ছা জানান।
এদিকে ঢাকার চীনা দূতাবাস এক শুভেচ্ছা বার্তায় বলেছে, ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে পড়ুক সর্বত্র। এই শুভ দুর্গাপূজায় সবার জন্য শান্তি ও সম্প্রীতির এক বিশ্ব কামনা করি।
টিআর/আরআইএস