বাৎসরিক লভ্যাংশের ৮৮ কোটি ৬৯ লাখ ৩৪ হাজার ৩৫৯ টাকা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে জমা দিয়েছে তিন কোম্পানি। গ্রামীণ ফোন (জিপি), ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবি) ও ইডোকো বাংলাদেশ।
রোববার (২৮ সেপ্টেম্বর) শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের কাছে এই অর্থের চেক তুলে দেওয়া হয়। এসব কোম্পানির প্রতিনিধিরা বাৎসরিক লভ্যাংশ শূন্য দশমিক ৫ শতাংশের সমপরিমাণ অর্থের চেক তুলে দেন।
এর মধ্যে গ্রামীণফোন লিমিটেড ৬৮ কোটি ৮০লাখ ৬১ হাজার ৫১৫ টাকা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ১৫ কোটি ৯৮ লাখ ৩০ হাজার ৭৫৭ টাকা ও ইডোকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড ৩ কোটি ৯ লাখ ৪২ হাজার ৮৬ টাকা দিয়েছে।
৩টি প্রতিষ্ঠানের প্রদানকৃত অর্থ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে জমা হবে। দেশের সব অঞ্চল ও স্তরের প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক শ্রমিক ও শ্রমিকের পরিবারের আর্থসামাজিক উন্নয়নে এ অর্থ ব্যয় করা হবে। এ ছাড়া দুস্থ ও মৃত শ্রমিকদের অনুদান, ছাত্র বৃত্তি এবং শ্রমিকদের জরুরি চিকিৎসায় এ অর্থ খরচ করা হবে।
চেক হস্তান্তরের সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মুনির হোসেন খান এবং গ্রামীণফোন লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ ও ইডোকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জিসিজি/আরবি