অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কমের নিউজরুম এডিটর মোহাম্মদ নাহিয়ানের বাবা এ কে এম নুরুল হক বালী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭০ বছর।
শুক্রবার (২২ আগস্ট) ভোরের দিকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন। মরহুমের জানাজা আজ বাদ আসর সাতলা কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত হবে।
এ কে এম নুরুল হক বালী বরিশালের উজিরপুর থানা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাতলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ছিলেন। তিনি সাতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে ১৭ বছর দায়িত্বে ছিলেন।
এদিকে মোহাম্মদ নাহিয়ানের বাবার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাংলানিউজের সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু। একইসঙ্গে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।
আরবি