রাজধানীর খিলগাঁও মেরাদিয়া মধ্যপাড়া এলাকার একটি বাড়ির ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় ১২ বোর পাম্প অ্যাকশন শটগান উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ আগস্ট) খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার (১৮ আগস্ট) রাতে বাড়ির মালিকের দেওয়া সংবাদের ভিত্তিতে খিলগাঁও মেরাদিয়া মধ্যপাড়া ২৫/৩ নম্বর ছয়তলা ভবনের ছাদের পূর্ব পাশে কাঠ রাখার রুম থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ১২ বোর পাম্প অ্যাকশন শটগান উদ্ধার করা হয়। পরে অস্ত্রটি জব্দ করে আইনানুগভাবে হেফাজতে নেওয়া হয়।
দাউদ হোসেন জানান, অস্ত্রটি উদ্ধারের ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
৫ আগস্ট ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরপরই ঢাকার বিভিন্ন থানার পাশাপাশি খিলগাঁও থানাও হামলা করা হয়। সে হামলায় চারটি শটগান খোয়া যায়। এর মধ্যে একটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রটি খিলগাঁও থানার।
এজেডএস/আরবি