ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

গাজীপুরের মার্কেটে অগ্নিকাণ্ড : পুড়ে গেছে ৩ দোকান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪৫, নভেম্বর ৬, ২০১০

গাজীপুর : গাজীপুর সদর উপজেলার একটি মার্কেটে শনিবার রাতে (রাত ৯টায়) এক অগ্নিকাণ্ডে ৩টি দোকান পুড়ে গেছে।

সদর উপজেলার হায়দারাবাদ এলাকার আক্কাস মার্কেটের একটি হার্ডওয়ারের দোকানের এলপি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়।

এই আগুন পাশের একটি টেইলার্স ও ভেন্ডারের চেম্বারে ছড়িয়ে পড়ে। এতে ওই প্রতিষ্ঠানগুলোর মালামাল পুড়ে যায়।

আগুনে ৫ লাধিক টাকার য়তি হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর দমকল কর্মকর্তা আবু জাফর আহমেদ। প্রায় আধা ঘন্টা চেষ্টার পর আগুন নেভানো হয়।

বাংলাদেশ সময় : ২৩৪২ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।