ঢাকা, বৃহস্পতিবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

‘লাভ শেয়ার বিডি-ইউএস’-এর ঢাকা অফিস উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৫, মে ২১, ২০২৫
‘লাভ শেয়ার বিডি-ইউএস’-এর ঢাকা অফিস উদ্বোধন

ঢাকার পল্লবীতে যুক্তরাষ্ট্রভিত্তিক চ্যারিটি সংগঠন ‘লাভ শেয়ার বিডি/ইউএস’- এর ঢাকা অফিস উদ্বোধন করা হয়েছে। বুধবার ফিতা কেটে অফিসের উদ্বোধন করেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।

এ সময় উপস্থিত ছিলেন লাভ শেয়ার বিডির সাধারণ সম্পাদক ফজলে ইলাহী ভূঁইয়া, দেওয়ান মহিউদ্দিন বিপ্লব, জাহাঙ্গীর আলম বাবু, সাংবাদিক আতাউর রহমান কাবুল, আবুল কাশেম, কামরুল আলম, শেখ আরশাদ ইমাম, নাজমুল হোসেন, শাহিন চিশতী, এম এ মাসুদ প্রমুখ।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেন, দীর্ঘ বিশ বছর ধরে আর্তমানবতার কল্যাণে নানা কাজ করে যাচ্ছে এই দাতব্য সংস্থাটি। দুস্থ রোগীদের সহায়তাসহ নানা দাতব্য কাজে এই সংগঠনটি ব্যাপক ভূমিকা রাখতে চায় বলে আজ থেকে যাত্রা শুরু হলো বাংলাদেশ অফিসের।  

আর্ত মানবতার সেবায় তিনি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, দুর্যোগে ফান্ড রাইজিংয়ের অংশ হিসেবে ইতিমধ্যে তুরষ্ক, সিরিয়া, ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন দেশে সহযোগিতা করেছে সংস্থাটি। বাংলাদেশে বিগত বন্যায় কয়েকটি জেলায় ত্রাণসামগ্রী প্রদানসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহত হয়ে নিটোরে চিকিৎসাধীন প্রত্যেককে আর্থিক সহায়তা প্রদান করেছে। এছাড়া ওই আন্দোলনে নিহত পাঁচ সাংবাদিকের পরিবারকেও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। দেশের বিভিন্ন উপজেলায় হেলথ ক্যাম্প পরিচালনাসহ দুস্থদের মাঝে খাবার বিতরণসহ নানা মানবিক কাজ করে আসছে লাভ শেয়ার বিডি।

এনডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।