ঢাকা: ঢাকা ওয়াসার জরুরি কাজের প্রয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বৃহস্পতিবার (২২ মে) রাত ১০টা থেকে শনিবার (২৪ মে) সকাল ১০টা পর্যন্ত শাহবাগ থেকে টিএসসি হয়ে দোয়েল চত্বরের রাস্তাটি বন্ধ থাকবে।
বুধবার (২১ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি প্রয়োজনে গাড়িগুলো বিকল্প রাস্তা হিসেবে কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন রাস্তাটি ব্যবহার করে ক্যাম্পাসের ভেতর দিয়ে চলাচল করতে পারবে।
এদিকে জরুরি কাজের জন্য রাস্তাটি সাময়িকভাবে বন্ধ থাকায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ।
এফএইচ/আরআইএস