ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

নাশকতা মামলায় নড়াইলের পৌর মেয়র ও যুবলীগের সা. সম্পাদক কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪১, মার্চ ২০, ২০২৫
নাশকতা মামলায় নড়াইলের পৌর মেয়র ও যুবলীগের সা. সম্পাদক কারাগারে

নড়াইল: বিএনপির করা দুটি নাশকতার মামলায় নড়াইলের পৌর মেয়র আঞ্জুমান আরা ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য খোকন সাহাকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে জেলা ও দায়রা জজ বিচারপতি শারমিন নিগার তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

গত ৪ আগস্ট নড়াইলে রাসেল সেতুর ওপর আ. লীগের নাশকতার ঘটনায় সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ বাদী হয়ে গত ১০ সেপ্টেম্বর সদর থানায় মামলা দায়ের করেন। এই মামলার দুই নম্বর আসামি খোকন সাহা এবং ২৬ নম্বর আসামি মেয়র আঞ্জুমান আরা।

২৭ জানুয়ারি আসামিরা হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন। ২০ মার্চ নড়াইলের আদালতে হাজির হওয়ার পরে আদালত জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান।

এদিকে আদালত থেকে আসামিদের বের হওয়ার সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা হট্টগোল করলে সেনাবাহিনী আদালত চত্বরে আসে। পরে পুলিশ ও সেনা সদস্যের নিরাপত্তার মধ্যে আসামিদের কারাগারে পাঠানো হয়। গাড়িতে ওঠার সময় মেয়র আঞ্জুমান আরা ও খোকন সাহা জয়বাংলা স্লোগান দিলে বিক্ষুব্ধ একজন মেয়রের গায়ে ডিম ছুড়ে মারে।  

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, মার্চ ২০, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।