ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহ সীমান্তে বিজিবি-বিএসএফ সৌজন্য সাক্ষাৎ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১০, মার্চ ১৩, ২০২৫
ঝিনাইদহ সীমান্তে বিজিবি-বিএসএফ সৌজন্য সাক্ষাৎ সৌজন্য সাক্ষাৎ শেষে বিজিবি-বিএসএফ কর্মকর্তারা পায়ে হেঁটে সীমান্ত পরিদর্শন করেন

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর সীমান্তের শূন্য রেখায় বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে বিজিবি ও বিএসএফের ব্যাটেলিয়ন পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

৫৮ বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার বিকাল সোয়া ৫টার দিকে মহেশপুর সীমান্তের ৫৩/এমপি সীমান্তের শূন্য রেখায় এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে বিজিবি’র পক্ষে ৫৮ বিজিরি অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম পিএসসি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পক্ষে ৫৯ ব্যাটেলিয়নের কমাড্যান্ট শৈলেষ কুমার নেতৃত্ব দেন।

এসময় সীমান্তে বিজিবি ও বিএসএফ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্ত হত্যা বন্ধ, মানব পাচার রোধ এবং মাদক চোরাচালান প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের পক্ষে উভয় পক্ষ একমত পোষণ ক।

আলোচনা শেষে উভয় পক্ষ সীমান্তের শূন্য রেখায় প্রায় আড়াই কিলোমিটার পথ পাঁয়ে হেঁটে পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ১৩ মার্চ ২০২৫
এসএইচ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।