ঢাকা, সোমবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে গ্রেপ্তার ২ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪০, জানুয়ারি ১০, ২০২৫
পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে গ্রেপ্তার ২ 

মাদারীপুর: মাদারীপুরের শিবচরের পদ্মা নদীতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে দুজনকে গ্রেপ্তার করেছে চরজানাজাত নৌপুলিশ।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের চরচান্দ্রা এলাকার হাজরা চ্যানেলের পদ্মা নদী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় একটি ড্রেজারও জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মুন্সিগঞ্জ জেলার মৌছা এলাকার মৃত দলিল ফরাজির ছেলে মজিবর ফরাজি (৫০) ও বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার চরডাইয়া এলাকার আব্দুর সালাম বেপারির ছেলে ইমান হোসেন (৩৫)।  

নৌপুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের চরচান্দ্রা এলাকার পদ্মা নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন একটি চক্র। এমন গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে সেখানে অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া মায়ের আশীর্বাদ নামে একটি ড্রেজার জব্দ করা হয়। পরে গ্রেপ্তার দুজনকে শিবচর থানায় হস্তান্তর করা হয়।  

বিষয়টি নিশ্চিত করে চরজানাজাত নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক শহিদুল ইসলাম খান বলেন, গ্রেপ্তার ওই দুজনের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা হবে।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।