ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

সাজেকে ‘চান্দের গাড়ি’ খাদে, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫১, জানুয়ারি ৭, ২০২৫
সাজেকে ‘চান্দের গাড়ি’ খাদে, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আহত

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র থেকে ফেরার পথে পর্যটকবাহী ‘চান্দের গাড়ি’ খাদে পড়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা সোয়া ১২টার দিকে উপজেলার শিজকছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 বাঘাইছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান এ তথ্য জানান।

আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের নাম জানা যায়নি।  

সহকারী পুলিশ সুপার মাহমুদুল বলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাজেক থেকে চান্দের গাড়িতে করে খাগড়াছড়ি ফিরছিলেন। পথে সাজেক থেকে তিন কিলোমিটার দূরে শিজকছড়া এলাকায় চাকা বিকল হয়ে গাড়িটি উল্টে খাদে পড়ে যায়। এতে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।