ঢাকা, শুক্রবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

জাতীয়

ছাত্র আন্দোলন সাতক্ষীরা শাখার কমিটি প্রত্যাখ্যানের ঘোষণা একাংশের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৭, জানুয়ারি ৪, ২০২৫
ছাত্র আন্দোলন সাতক্ষীরা শাখার কমিটি প্রত্যাখ্যানের ঘোষণা একাংশের সাতক্ষীরা শাখার কমিটি প্রত্যাখ্যানের ঘোষণা একাংশের

সাতক্ষীরা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা শাখার সদ্য ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করেছেন আন্দোলনে প্রথম থেকে নেতৃত্ব দেওয়া বেশকিছু সদস্য।

শুক্রবার (৩ জানুয়ারি) রাতে শহরের খুলনা রোড মোড়ে অবস্থান নিয়ে তারা সদ্য ঘোষিত কমিটি প্রত্যাখ্যানের ঘোষণা দেন।

একইসঙ্গে শনিবার (৪ জানুয়ারি) সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানোর কথা বলেন তারা।

এসময় উপস্থিত ছিলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী আল ইমরান ইমু, মুশফিকুর রিজভী, এ এইচ রিফাত হোসেন, বখতিয়ার রহমানসহ ১৯ জন।

তারা বলেন, চেয়েছিলাম সম্মান, কমিটি বৈষম্য করে সেটা করলো ম্লান। এই কমিটিতে নাম দিয়ে যারা সুবিধা পেতে চায়, তাদের বিরুদ্ধে দাঁড়াতে সাতক্ষীরাবাসী পিছপা হবে না।

তারা অভিযোগ করে বলেন, যে কমিটি দেওয়া হয়েছে, সেটা ভিত্তিহীন বিল্ডিং মাত্র। আমরা যারা আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছি, তারা এই কমিটি প্রত্যাখ্যান করছি।  

এসময় তারা শনিবার সংবাদ সম্মেলন করে ঘোষিত কমিটি বাতিলের দাবিতে হুঁশিয়ারি উচ্চারণের ঘোষণা দেন।  

তারা বলেন, যখন আন্দোলন হয়েছিল তখন সব সংগঠনের নেতারা কাঁধে কাঁধ রেখে কাজ করেছি। কিন্তু এখন কমিটি করার সময় কেন বৈষম্য করা হলো। এখন কেন দলমত নির্বিশেষে কমিটি করা হলো না? 

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।